Top

ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ৬৪, মৃত্যু ১

০৮ আগস্ট, ২০২১ ১২:১৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আক্রান্ত ৬৪, মৃত্যু ১
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৪৯ শতাংশ। শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত সদরে ৪২ জন, পীরগঞ্জে ১৩ জন, রাণীশংকৈলে ০৭ জন ও হরিপুরে ০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বালিয়াডাঙ্গীতে নমুনা পরীক্ষা করা হয়নি। এই সময়ে হরিপুরে একজন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় এপর্যন্ত মারা গেছেন ১৯৩ জন। তাছাড়া জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ৬৫০৪ জন। ঠাকুরগাঁও জেলায় ৫০৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে বিধিনিষেধ অমান্য করায় শনিবার ১৩ টি মামলায় ১৫৮০০/ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর উপজেলায় বিভিন্ন কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। শনিবার ৪০০ জন মোটর পরিবহন শ্রমিক ও ৯৯৯ এ ফোন করে সাহায্য প্রার্থী ৪০০ জনের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার