গত বছর বুরোফ্যাক্স নিয়ে নাটকের সময় (ক্লাব ছাড়তে হলে) আমি কী বলব সেটা ঠিক করে রেখেছিলাম। কিন্তু এ বছর সবকিছু অনেক ভিন্ন। এটা আমার ঘর, আমাদের ঘর। আমি এখানে থাকতে চেয়েছিলাম। সেটাই পরিকল্পনা ছিল। কিন্তু আজ সবকিছু ছেড়ে যেতে হচ্ছে।
গত কয়েকদিনে অনেক ভেবেছি কী বলব এখানে। সত্যিটা হচ্ছে কী বলব বুঝে উঠতে পারছি না। জীবনের এতগুলো বছর এখানে কাটানোর পর আমার জন্য দিনটা অনেক বেশি কঠিন।
সংবাদ সম্মেলন কক্ষে এসেছেন মেসি। পিকে, আলবাসহ বার্সার অনেক খেলোয়াড়ই সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত। চোখের পানি ধরে রাখতে পারছেন না মেসি। কেঁদেই চলেছেন। কণ্ঠ ধরে আসছে ৩৪ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়কের।
মেসির সংবাদ সম্মেলন উপলক্ষে ক্যাম্প ন্যু-র সামনে ভিড় করেছেন অসংখ্য বার্সেলোনা সমর্থক।