Top

নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১

০৮ আগস্ট, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ১
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি রাজস্থলী কৃষি ব্যাংক ডাকাতির অভিযোগে মং সা চিং মারমা (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার (০৮আগষ্ট) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ খান।

ওসি বলেন, শনিবার দিনগত মধ্যরাতে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গল এর রাজস্থলী সাব জোনের নিদের্শে সেনাবাহিনীর একটি দল অভিযানে নামে। তবে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি একটি অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়াও একই এলাকা থেকে মং সা চিং মারমা (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি রাজস্থলী কৃষি ব্যাংক ডাকাতির সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিকে রোববার সকালে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি যোগ করেন।

শেয়ার