Top

চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৯

১০ আগস্ট, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৯
চট্টগ্রাম প্রতিনিধি :

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নগরীর ৫ জন ও বিভিন্ন উপজেলার ৫ জন। এ নিয়ে চট্টগ্রামের মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৮২ জন। সোমবার (৯ আগষ্ট) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১১টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন টেস্টে ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষায় ৮৭৯ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৬২৬ জন ও উপজেলার ২৫৩ জন।

এনিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯১ হাজার ৯০৭ জনে। এর মধ্যে ৬৭ হাজার ৮৯৪ জন নগরীর বাসিন্দা ও ২৪ হাজার ১৩ জন বিভিন্ন উপজেলার।মঙ্গলবার (১০ আগষ্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জন ও ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৫৫৩ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জন শনাক্ত হয় ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জন শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন শনাক্ত হয়। নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ৫৩০ নমুনা পরীক্ষায় ১১৪ জন শনাক্ত হয়।

এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরন ল্যাবে ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জন, আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৬২ জনের নমুনা পরীক্ষায় ২২ ও আরটিআরএল ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় ১৬ জন শনাক্ত হয়।

মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৪ জন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনেরকরোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে কেবল ২১ টি এর মধ্যে কারো করোনা শনাক্ত হয়নি।

শেয়ার