Top

সফটওয়্যার কিনে না দেওয়ায় অভিমান করে বিষ পান

১৩ আগস্ট, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
সফটওয়্যার কিনে না দেওয়ায় অভিমান করে বিষ পান
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় সফটওয়্যার কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে জুনায়েদ আহম্মেদ নামে এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লালুয়া ইউপির মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন নিজ বাড়িতে বিষপান করেন ওই শিক্ষার্থী।

আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে নেওয়ার পথে আমতলী বানরা নামক স্থানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত জুনায়েদ ওই ইউপির নজরুল ইসলাম মাওলানার ছেলে এবং ঢাকার ডেমরা দারুল নাজাত কামেল মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, গত বেশ কয়েক দিন ধরে মায়ের কাছে সফটওয়্যার কিনতে সাড়ে পাঁচ হাজার টাকার বায়না ধরে জুনায়েদ। ঘটনার রাতেও ফের টাকা চেয়ে না পাওয়ায় সবার অগোচরে নিজ ঘরে বিষপান করে বিছানায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

শেয়ার