Top

টাঙ্গাইলে ১ হাজার ৪০০ কেজি রাবার জব্দ করেছে র‌্যাব

১৪ আগস্ট, ২০২১ ২:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ১ হাজার ৪০০ কেজি রাবার জব্দ করেছে র‌্যাব
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুর থেকে ১ হাজার ৪০০ কেজি কাঁচা রাবার জব্দ করেছে র‌্যাব। শনিবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার ভবানীটেক এলাকায় অভিযান চালিয়ে এসব রাবার জব্দ করা হয়। তবে পালিয়ে যায় এর সাথে জড়িতরা। জব্দ করা হয় একটি কাভার্ড ভ্যান।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টাঙ্গাইলের মধুপুর উপজেলার ভাবনীটেক এলাকায় মামার বাসস্ট্যান্ড নামক স্থানে অভিযান চালায়। এসময় সরকারি রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত ১ হাজার ৪০০ কাঁচা রাবার একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

জব্দ করা হয় কাভার্ড ভ্যানটি। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরের দল। পরবর্তীতে অজ্ঞাত নামা ২/৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার