Top

মাদারীপুরে বাড়ছে তিল চাষ

১৫ আগস্ট, ২০২১ ১০:৪৬ পূর্বাহ্ণ
মাদারীপুরে বাড়ছে তিল চাষ
মাদারীপুর প্রতিনিধি :

অল্প খরচে বেশি লাভ হওয়ায় মাদারীপুরে তিল চাষীর সংখ্যা দ্রুত বাড়ছে। জানা গেছে, এক বিঘা জমিতে মাএ দুই হাজার টাকা খরচ করে তিল আবাদ করলে ২০ হাজার টাকা লাভ করা সম্ভব।

মাদারীপুর জেলার সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর এলাকারএকজন তিল চাষি বলেন, নদী তীরস্হ উচুঁ ও দোয়াশ মাটিতে তিল আবাদ ভাল হয়। সামান্য চাষ ও কোন রকম নিড়ানী দিয়ে তিল চাষ করা হয়।পতিত জমিতে তিল আবাদ বেশি ভাল হয়। তিলের তেল ও খৈল খুবই উপকারী। এছাড়া তিল ভাজা দিয়ে সুস্বাদু খাবার মিঠাই মন্ডা তৈরি হয়।

জানা যায়, প্রতি বিঘা জমিতে ৮/৯ মন তিল উৎপাদন হয়। প্রতি মন তিল তিন হাজার টাকা দরে বিক্রী হয়। চলতি মৌসুমে মাদারীপুর জেলার চারটি উপজেলায় ৭৫০ হেক্টর জমিতে তিল চাষ হয়েছে।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, এবছর এই জেলায় তিল আবাদ খুবই ভাল হয়েছে।

শেয়ার