Top

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

১৫ আগস্ট, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়েছে। এতে ঘটনাস্থলেই ২ শিশুসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের চকরিয়ায় ভেণ্ডিবাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাস খাদে পড়ে ২ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এদের ২ জন ঘটনাস্থলে আর বাকি ৫ জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীর‍া জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেণ্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা-জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকেপড়াদের বের করতে বেগ পেতে হয়।

অনেক চেষ্টায় তাদের বের করার পর ১ জনকে মৃত পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। বাকি ২ জনেরও অবস্থাও আশঙ্কাজনক।

শেয়ার