Top

চট্টগ্রামে শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

১৫ আগস্ট, ২০২১ ৩:৪৫ অপরাহ্ণ
চট্টগ্রামে শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ
চট্টগ্রাম প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে চট্টগ্রামের মানুষ। রোববার (১৫ আগষ্ট) ভোর হতেই ফুল হাতে কালো রঙের ব্যানারে জাতির জনকের প্রতিকৃতির কাছে অশ্রুসিক্ত নয়নে ছুটে যান চট্টগ্রামের হাজার হাজার মুজিব প্রেমিক। সকালের আনুষ্ঠানিকতা শুরু হয় বিভাগীয় কমিশনারের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।

দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগষ্ট) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। নগর ও উপজেলাজুড়ে মাইকে প্রচার করা হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আয়োজন করা হয় প্রার্থণার। সরকারি কর্মকর্তাদের বেলায় স্বাস্থ্যবিধি মানা হলেও রাজনৈতিক নেতাদের বেলায় তা মানা হয়নি।

দিনের শুরুতে সকাল ৯টায় নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির শুরু করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়।

এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা সিভিল সার্জন অফিস, চট্টগ্রামের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে নৌ পুলিশ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে হালিশহর বড়পোলে চসিক নির্মিত জাতির জনকের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ নগর আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

একই সময়ে চসিকের প্রধান কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনকের মূর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র রেজাউল করিম চৌধুরীসহ চসিকের কর্মকর্তারা।
এসময় ১৯৭৫ সালের ১৫ আগষ্টের শহীদদের স্মরণে এ সময় বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।

১৯৭৫ সালের ১৫ আগষ্ট ভোররাতে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্য বঙ্গবন্ধুকে তাঁর ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করে। ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ, সুকান্তবাবু, মেয়ে বেবি; বঙ্গবন্ধুর ভাগনে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৮ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

শেয়ার