Top

মাদক মামলায় গাইবান্ধায় ১ জনের মৃত্যুদন্ড

১৭ আগস্ট, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
মাদক মামলায় গাইবান্ধায় ১ জনের মৃত্যুদন্ড
গাইবান্ধা প্রতিনিধি :

হেরোইন সেবন ও বহন করা করার অপরাধে গাইবান্ধায় আজ মঙ্গলবার পারভেজ নামের এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালত। আজ সকালে আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই রায় ঘোষনা করেন। অন্য তিনজনকে খালাস দেয়া হয়।

পিপি সাইফুল ইসলাম প্রিন্স জানান, বগুড়া জেলার বাসিন্দা বাসের সুপারভাইজার পারভেজ সহ আফাজ উদ্দিন, দুদু মিয়া ও সাইদুর রহমান মিলে হিলি থেকে থেকে ধুসর বর্ণের ৪৫০ গ্রাম হেরোইন সহ অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঘোড়াঘাট হয়ে বগুড়ার দিকে যাচ্ছিলো । পথিমধ্যে র‌্যাব ১৩ সদস্যরা মিনিবাসে তল্লাসী চালিয়ে পারভেজ এর কাছে ধুসর বর্ণের হেরোইন উদ্ধার করে। পরে মিনিবাস সহ ওই চারজনকে আটক করা হয়।

আদালতে সাক্ষ্য প্রমান শেষে পারভেজের অপরাধ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ড দেয়া হয় ও অপর আসামীদের খালাস দেয়া হয়।

র‌্যাব ১৩ ক্যাম্পের ডিএডি জাহিদ হোসেন বাদী হয়ে ২০১৮ সালের ১ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়্। দীর্ঘদিন সাক্ষ্য প্রমানের পর আজ এই রায় ঘোষনা করা হয়।

শেয়ার