Top

২৪ ঘণ্টায় ৩২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

১৭ আগস্ট, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় ৩২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। মঙ্গলবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকার হাসপাতালেই ভর্তি হয়েছেন ৩০৬ জন।

সরকারি হিসাবে, দেশের হাসপাতালগুলোয় এখন সব মিলিয়ে ১ হাজার ৩৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৬৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় আরো ৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগষ্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৩৫০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫ হাজার ২৬৪ জন।

শেয়ার