Top

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম নগরীতে আরও এক ছাত্রীর আত্মহত্যা

১৮ আগস্ট, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম নগরীতে আরও এক ছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রাম প্রতিনিধি :

২৪ ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম নগরীতে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর দুটি আত্মহত্যার ঘটনাই ঘটেছে পরিবারের সাথে অভিমান করে। মঙ্গলবার (১৭ আগষ্ট) আত্মহত্যা করেছেন সঙ্গীতা দে (১৮) নামে একজন কলেজ শিক্ষার্থী। এর আগে সোমবার (১৬ আগষ্ট) একই বয়সী দিপ্রিতা প্রাচী তিসি নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেন।

নগরীর পতেঙ্গায় সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন সঙ্গীতা দে (১৮) নামের ওই কলেজ ছাত্রী। মঙ্গলবার (১৭ আগষ্ট) পতেঙ্গা থানার মুসলিমাবাদ জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সঙ্গীতা দে নগরীর পতেঙ্গায় এলাকার ট্রাক ড্রাইভার শ্রীরাম দাশের বড় মেয়ে। সে পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এইচএসসিতে পড়তেন।

সঙ্গীতার বাবা শ্রীরাম দাশ বলেন, এক মেয়ে হওয়াতে আদর কমতি ছিল না। পড়ালেখার জন্য মোবাইল চেয়েছিল, সেটিও কিনে দিয়েছিলাম। সোমবার সারাদিন বাসায় সবার সাথে কথা বলেছে। রাতে ভাত খেয়ে ইউটিউব দেখে সাজগোছ করেছে। রাতে সবার সাথে কথা বলে ঘুমাতে গেলো। ভোরে উঠে সবাই দেখে আমার মেয়েটা রশিতে ঝুলছে।’

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। থানায় এনিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রথমিকভাবে ধারণা হচ্ছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশিক বলেন, ‘বিকেল ৩টার দিকে সঙ্গীতাকে হাসপাতালে আনা হয়। স্বজনরা জানিয়েছে, মঙ্গলবার ভোরে পতেঙ্গায় নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সঙ্গীতা।

এর আগে সোমবার (১৬ আগষ্ট) দুপুরে পরিবারের সাথে অভিমান করে নিজ শয়ন কক্ষে গলার ওড়না ফ্যানের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন দিপ্রিতা প্রাচী তিসি নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

শেয়ার