লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার আগে থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে গুঞ্জন। এবারের দলবদলের মৌসুমেই জুভেন্টাস ছাড়ছেন পর্তুগিজ এই মহাতারকা। তবে গেল দুইদিনে গুঞ্জন আরও বেশি চড়াও। আবারও রোনালদো ফিরছেন রিয়াল মাদ্রিদে, তাকে ঘিরে এমন গুঞ্জন ওঠার পরে বেশ ক্ষেপে উঠেছেন তিনি। তাই তো মঙ্গলবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্টে পরিস্কার করেছেন সবকিছু।
রোনালদোরকে ঘিরে কেবল রিয়াল মাদ্রিদেরই গুঞ্জন নয়, সেই সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড আবার নতুন করে যোগ হয়েছে ম্যানচেস্টার সিটির নামও। তবে সব গুঞ্জন উড়িয়ে এসবের বেশ কড়া জবাব দিয়েছেন রোনালদো।
‘যারা আমাকে চেনেন তারা খুব ভালো করেই জানেন আমি আমার কাজে কতোটা মনোযোগী। কথা কম কাজ বেশী, আমার ক্যারিয়ারের শুরু থেকে আমি এই কথা মেনে এসেছি। যাইহোক, বেশ কিছুদিন ধরে চারপাশে অনেক কথাবার্তা শুনা যাচ্ছে- লেখালেখি হচ্ছে আমাকে নিয়ে, যার কারণে আমার উচিৎ এসব ব্যাপার আমার জায়গা থেকে পরিষ্কার করে দেওয়া।’
‘আমার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে যেভাবে কথা ছড়াছড়ি হচ্ছে, তা আমার জন্য যেমন অসম্মানজনক- তেমনই আমার সাথে যেসব ক্লাবের নামে গুজব ছড়ানো হচ্ছে তাদের জন্য অসম্মানজনক। একইভাবে সেসব ক্লাবের খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সমস্ত কর্মচারীবৃন্দকে ছোটো করা হচ্ছে।’
তবে সোমবার রাতে রোনালদো আর রিয়াল মাদ্রিদকে নিয়ে বেশ জোরালো গুঞ্জন উঠেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। স্প্যানিশ এক সংবাদমাধ্যম জানায় রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি নাকি রোনালদোকে আবারও মাদ্রিদে ফেরানোর জন্য উঠেপড়ে লেগেছেন। পরবর্তীতে কার্লো আনচেলোত্তি এই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, আমি রোনালদোকে অনেক সম্মান করি। আর পৃথিবীর যেকোনো কোচই তাকে দলে পেতে চাইবে। কিন্তু আমি এখন রোনালদোকে মাদ্রিদে ফেরানোর ব্যাপারে কোনো কথা বলিনি।
এরপরেই রোনালদো তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রিয়াল মাদ্রিদে তার অধ্যায় সমাপ্ত হয়েছে বলেও জানান। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়ে গেছে। এটা লিপিবদ্ধ হয়েছে শব্দ-সংখ্যা থেকে শুরু করে ট্রফি-শিরোপায়। বার্নাব্যু স্টেডিয়ামের মিউজিয়াম যার সাক্ষী, এবং একেকজন সমর্থক যার প্রমাণ নিজের স্মৃতিতে বহন করে চলেছে। আর আমার অর্জনের বাইরেও, সে নয় বছরে ক্লাবের আবেগের সঙ্গে আমার সম্পর্ক ছিল গভীর অনুরাগ ও শ্রদ্ধার, যা আমার এখনও আছে এবং সবসময়ই যা লালন করব। আমি জানি যে, রিয়াল মাদ্রিদের সত্যিকারের সমর্থকরা আমাকে হৃদয়ে ধারণ করেই যাবেন এবং আমার হৃদয়েও তারা থাকবেন।”
‘স্পেনের সর্বশেষ সংবাদ শিরোনামগুলোর একটি ছিল, আমি নতুন ক্লাবে যোগ দিবো। এবং অনেক ক্লাবের সাথে আমাকে মিলিয়ে ফেলার বিভিন্ন খবর ছড়ানো হয়েছে; আমি বিভিন্ন লীগে চলে যাবো এমন খবর ছড়ানো হয়েছে যা সম্পূর্ণ মিথ্যে। এবং কেউ এই ব্যাপারে সত্যিটা জানার চেষ্টাও করনি।’
আমি নীরব ছিলাম, ‘কিন্তু আজকে এই নীরবতা ভেঙে বের হতে হচ্ছে এই কারণে যে, আমার নাম নিয়ে আমি কাউকে খেলা করতে দেব না। আমার ক্যারিয়ার ও কাজ নিয়ে আমি মনোযোগী, যেমনটা সবসময় ছিলাম। এবং সবসময় নিজের কথা রাখতে, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে প্রস্তুত। আর বাদ বাকী যা রইলো, সব শুধু মানুষের মুখের কথা ছাড়া অন্য কিছুনা।’
অর্থাৎ শেষে রোনালদোর কথার মর্মার্থ দাঁড়াচ্ছে তিনি থাকছেন জুভেন্টাসেই। এখানেই নিজের চুক্তির শেষটা টানতে ইচ্ছুক পর্তুগিজ এই বিশ্বসেরা খেলোয়াড়।