Top

শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল বন্ধ

১৮ আগস্ট, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল বন্ধ

তীব্র স্রোতের কারণে অনির্দিষ্টকালের জন্য মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার পর্যন্ত নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের ফেরিগুলো বর্তমানে পদ্মার স্রোতের সঙ্গে পেরে উঠতে পারছে না। পদ্মা শান্ত হলে পুনরায় ফেরি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে দিনের বেলার শিমুলিয়া ও বাংলাবাজার নৌরুটে পাঁচটি ফেরি চলছিল। আজ বিকেল ৩টার পর পদ্মা নদীতে স্রোত বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে কেটাইপ ফেরি কাকলির। এরপর থেকেই নৌরুটে ফেরি চলাচল সীমিত করে ঘাট কর্তৃপক্ষ। এছাড়া এর আগে, স্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল করার কথা জানানো হয়েছিল।

শেয়ার