Top

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২৭৮ জন হাসপাতালে ভর্তি

২১ আগস্ট, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২৭৮ জন হাসপাতালে ভর্তি

দেশে নতুন করে আরো ২৭৮ জন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন ভর্তি হয়েছেন। শনিবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৭৮ জন ভর্তিসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৪৬৮ জন। এর আগে, ২০ আগস্ট (শুক্রবার) সারাদেশে ২২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার ২৭০, বুধবার ৩০৬ ও মঙ্গলবার রেকর্ড ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭২০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ২৫১ জন রোগী। আর মৃত্যুবরণ করেছেন ৩১ জন।

শেয়ার