Top

মমেক হাসপাতালে করোনায় আরো ১১ জনের মৃত্যু

২৩ আগস্ট, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
মমেক হাসপাতালে করোনায় আরো ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনায় ৪ ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন ও গাজীপুরের ১ জন রয়েছেন। সোমবার (২৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

মহিউদ্দিন খান মুন জানান, করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), ত্রিশাল উপজেলার আয়শা হজাইফা (২ মাস), নান্দাইল উপজেলার সালেমা (৯০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুস সালাম (৫৫)। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫), ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকা উপজেলার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশাল উপজেলার আছিয়া খাতুন (৫৫), নান্দাইল উপজেলার রাবেয়া (৮০) এবং গাজীপুর সদরের নূরজাহান (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯৭ জন এবং আইসিউতে ১৮ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৭ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৮২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ২৪১ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫ জন।

শেয়ার