Top

নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮

২৩ আগস্ট, ২০২১ ৩:৫৪ অপরাহ্ণ
নোয়াখালীতে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৮
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ জন ও মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে ২ জন রোগির মৃত্যু হয়েছে। এদিকে জেলায় নতুন করে আরও ১২৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় নতুন আক্রান্তের হার শতকরা ২২ দশমিক ৩৩ ভাগ। সোমবার দুপুরে করোনার তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও কোভিড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।

ডা. নিরুপম দাশ জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত ১২০ শয্যার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন পুরুষ রোগি মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ১৩ জন রোগি ভর্তিসহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬১ জন। যার মধ্যে ৩৪ জন নারী ও ২৭ জন পুরুষ রোগি রয়েছে। এদের মধ্যে ১২ জন রোগির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন রোগি।

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, সর্বশেষ জেলার তিনটি পিসিআর ল্যাবে ৫৭৭ টি নমুনা পরীক্ষা করে ১২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে বেগমগঞ্জে ২৯, সদর, চাটখিল ও সোনাইমুড়ীতে ২৪জন করে বিভিন্ন উপজেলার রোগি রয়েছে। জেলায় মোট ১৯ হাজার ৪৫৭ জনের করোনা সনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৫হাজার ৭৭০ জন। গত ২৪ঘন্টায় বেগমগঞ্জে মারা গেছেন ১ জন, জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে ২১৭ জন। আইসোলেশনে আছেন ৩ হাজার ৪৭০ জন রোগি।

শেয়ার