আলোচনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে। কিন্তু হঠাৎ দৃশ্যপটে হাজির ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউ কোচ ওলে গানার সুলশারের সংবাদ সম্মেলনের রেশ না কাটতেই এলো আনুষ্ঠানিক ঘোষণা- ক্রিস্টিয়ানো রোনালদো এখন ম্যানইউর। যেন ঘরের ছেলে ফিরছেন ঘরেই। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে রোনালদোর। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে ম্যানইউ। এ ছাড়া টুইটারে রোনালদোর উদযাপনের বেশ কয়েকটি ছবি একসঙ্গে জুড়ে দিয়ে ক্যাপশনে ম্যানইউ লেখে, ‘ওয়েলকাম হোম, ক্রিস্টিয়ানো।’
ম্যানইউর বিবৃতিতে বলা হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করতে পেরে আনন্দিত যে, ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদলের জন্য জুভেন্টাসের সাথে সমোঝোতায় পৌঁছেছে ক্লাবটি। ব্যক্তিগত শর্তাবলী, ভিসা এবং চিকিৎসা ফ্রি হবে চুক্তি সাপেক্ষে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০ টিরও বেশি মেজন ট্রফি জিতেছেন, যার মধ্যে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, চারটি ফিফা ক্লাব বিশ্বকাপ। এছাড়াও তিনি ইংল্যান্ড, স্পেন এবং ইতালিতে সাতটি লীগ শিরোপা এবং ইউরো জিতেছেন তার নিজ দেশ পর্তুগালের হয়ে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার প্রথম ক্যারিয়ারে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন।