আজ রাতেই শেষ হতে পারে পিএসজি ভক্ত-সমর্থকরাদের সেই অপেক্ষার অবসান। এছাড়া পিএসজি ভক্ত-সমর্থকরা অনেক দিন ধরেই লিওনেল মেসির অভিষেকের অপেক্ষায় রয়েছেন। প্যারিসের জায়ান্ট ক্লাবের জার্সিতে আজ রাতেই রেইমসের বিপক্ষে মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে আর্জেন্টাইন এ ফুটবল জাদুকরকে।
কোচ মাউরোসিও পোচেত্তিনো সংবাদ সম্মেলনে মেসির অভিষেকের ইঙ্গিত দিয়ে রেখেছেন। তার আভাসও পাওয়া গেছে রেইমসের বিপক্ষে তার পিএসজি’র দল ঘোষণায়। সুপারস্টার মেসিকে স্কোয়াডে রেখেছেন কোচ।
বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে ফরাসি লিগ ওয়ানে রেইমসের মাঠে আতিথ্য নিবে পিএসজি। এ ম্যাচের শুরুর একাদশেও থাকতে পারেন মেগাস্টার মেসি। আবার বদলি হিসেবেও দেখা যেতে পারে তাকে।
দলে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্টার ফরওয়ার্ড কাইলিয়ান এমবাপ্পেও। সবকিছু ঠিকঠাক থাকলে আজই রাতেই এক সঙ্গে মাঠে দেখা যেতে পারে মেসি, নেইমার ও এমবাপ্পেকে।