Top

চাঁদপুরে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩ জেলে আটক

৩০ আগস্ট, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
চাঁদপুরে বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩ জেলে আটক
আশিক বিন রহিম, চাঁদপুর :

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা টাস্কফোর্সের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মো. রাসেল (২০), মো. রাসেল মিজি (২৬) ও মো. সাব্বির (২২)।

৩০ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা এলাকায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ এই অভিযান চালিয়ে তাদের আটক করে। এই অভিযানে ঢাকা থেকেও কোস্টগার্ডের একটি টিম অংশ নেয়।

পরে দুপুর ১টায় শহরের বড় স্টেশন মোলহেডে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক ৩ জেলেকে দেড় হাজার টাকা অর্থদণ্ড দেন। জব্দকৃত জাল কোস্টগার্ড স্টেশনে আগুন পুড়িয়ে ধ্বংস করা হবে।

অভিযানে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্মন্ডার লে. এম. সাদিক হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টচার্য, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ, জেলা মৎস্যজীবী নেতা তছলিম বেপারী উপস্থিত ছিলেন।

শেয়ার