Top

একাত্তরের রণাঙ্গণের যোদ্ধা মকবুল হোসেন আর নেই

৩১ আগস্ট, ২০২১ ১২:৫২ অপরাহ্ণ
একাত্তরের রণাঙ্গণের যোদ্ধা মকবুল হোসেন আর নেই
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর জেলা ছাত্রলীগের প্রথম কাউন্সিলে জেলার সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, সেঁওতি পাঠাগার প্রতিষ্ঠাতা,বই প্রেমি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মঙ্গলবার ভোর ৬টা.৩০ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মকবুল হোসেন শহরের সর্দার পাড়ায় নিজ বাড়িতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে চিকিৎসা দেওয়ার জন্য দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মকবুল হোসেন ছিলেন সাহসী মুক্তিযোদ্ধা। শিক্ষা জীবন শুরু করেন দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে। ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করার পর স্কুল ছেড়ে দিয়ে যুক্ত হন বাবার কাপড়ের ব্যবসায়। ছাত্র জীবনেই ১৯৬৬ সালে রাজনীতিতে যুক্ত হন ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে। ৬ বছর পরে পুনরায় লেখাপড়ায় ফিরে এসে দিনাজপুর একাডেমী স্কুল হতে ১৯৬৮ সালে মেট্রিক পাশ করেন। পরে ঠাকুরগাঁও বিডি কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ডিগ্রী পাশ করেন।

একাত্তর পূর্ব সময়ে আদর্শ ভিত্তিক সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত হন মকবুল হোসেন। ১৯৭০ সালে জেলা ছাত্রলীগের অন্যতম নেতা হিসেবে মুক্তিযুদ্ধে মুজিববাহিনীতে স্বক্রীয় ছিলেন। এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম কাউন্সিলে ছাত্রলীগের জেলার সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হন। নেতৃত্বের ধারায় ১৯৭৪ সালে দিনাজপুর আইন কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জিএস নির্বাচিত হন তিনি। ৭৫-এর ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকান্ডের পর সারাদেশের ন্যায় দিনজপুর শহরে যে সব আওয়ামীলীগে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়ে ছিল। অন্যতম ছিলেন মকবুল হোসেন। তবে জেল থেকে ফিরে আর আওয়ামী লীগের যোগ দেননি। তার ভাষায়, বঙ্গবন্ধুর লাশ রেখে যে সংগঠনের নেতারা মোস্তাকের গভমেন্টে যোগ দিতে পারে, সেখানে আমি যোগ দিতে পারি না।

আশির দশকের শুরুতে এরশাদের সামরিক অভ্যূত্থানের পর জাতীয় পার্টির নেতা হিসেবে রাজনৈতিক নতুন অধ্যায় শুরু করতে চেয়ে ছিলেন তিনি। সে সময়ের রাজনৈতিক একাধিক শিষ্য এখন জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ নেতা। দেখা হলে এখনো তাকে গুরু তুল্য শ্রদ্ধা করেন।

তার এক সময়ের রাজনৈতিক সহকর্মরা জানান, মকবুল হোসেনের গ্রহণযোগ্য নেতৃত্ব ও গুণাবলির কারণে বরারবই রাজনৈতিক দলগুলো তাকে সাদরে টেনেছে। তবে আদর্শ চর্চার কারণে শেষ পর্যন্ত দলীয় সব সংশ্রব থেকে নিজেকে বিযুক্ত করেছেন।

মকবুল হোসেন দিনাজপুর শহরের সর্দার পাড়া এলাকার দুইতলা বাড়ির ছাদের অর্ধেকটা জুড়ে ঘর। ঘরের দেয়াল ঢাকা পড়েছে সেলফে। প্রতিটি তাকে থরে থরে সাজান বই। সাহিত্য থেকে ইতিহাস, অর্থনীতি, ধর্মগ্রন্থ থেকে দর্শন, শিশু সাহিত্য থেকে বিদেশী সাহিত্যে ঠাসা। মুক্তিযুদ্ধ পূর্ব অনেক বই হারিয়েও গেছে। সেলফ ছাড়িয়ে দীর্ঘ টেবিলে জমেছে নতুন-পুরনো বইয়ের ভার। এখানেই প্রতিমাসের জমে সাহিত্য আড্ডা, প্রকাশ হয় দ্বিমাসিক পত্রিকা সেঁওতি। ছাদের বাকি অংশ জুড়ে কবুতরের বাসা ও ফুলের বাগান। এসব নিয়েই কাটতো একাত্তরের রণাঙ্গণের যোদ্ধা মকবুল হোসেনের সময়।

শিক্ষা জীবনের শুরু থেকেই বিচিত্র পাঠের উজ্জ্বল নেশা তাড়িত হন মকবুল হোসেন। বই পড়া ও সংগ্রহের জন্য শহরের সব বইয়ের দোকানে পরিচিত মুখ তিনি। রাজনীতির প্রয়োজনে কোথাও গেলেও, প্রয়োজনীয় বই খুঁজে সংগ্রহের নেশা তার বাদ পড়েনি। তবে বয়সের ভারে চলাচল সীমিত হয়ে এসেছে তার। শহরের কাচারি এলাকার পুরনো বই বিক্রেতারাই বইয়ের প্রধান উৎস ছিল।

বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন স্থান থেকে পুরনো বইয়ের লট এলে প্রথমেই মকবুল হোসেনকে খবর দেন তারা। তিনি পছন্দের বই সংগ্রহ করার পর বিক্রির জন্য উপস্থাপন করেন। এমনকি সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকলেও তাকে বই দিতেন। এভাবেই ৩০ বছর যাবত বই সংগ্রহ করেছে। তার মৃত্যু আমাদের কাছে তীর বিধার মতো।

স্থানীয় ও আঞ্চলিক প্রকাশনায় নিয়মিতই প্রকাশ হতো মকবুল হোসেনের কবিতা ও গদ্য। লিখার আনন্দে প্রকাশ করা হয়নি কোনো বই। প্রায় প্রতিদিনই সেঁওতি পাঠাগারে পা পড়ে গবেষক, সাংবাদিক, শিক্ষক ও সাহিত্য প্রেমিদের। স্বরচিত কবিতাপাঠ ও আলোচনায় মুখর মাসিক সাহিত্য আড্ডাগুলোর মধ্যমণি থাকেন মকবুল হোসেন। ২০১৭ সালের ডিসেম্বরে এমনি এক আড্ডায় উপস্থিত হয়ে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অভ্র বসু ও অধ্যাপক শ্রীলা বসু।

সাহিত্য পত্রিকা সেঁওতি’র সম্পাদনা করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধক্ষ্য অধ্যাপক গবেষক ড. মাসুদুল হক। তিনি বলেন, ’৯০ দশকের শেষের দিকে রাজনীতি বিমুখ হয়ে লাইব্রেরিতেই মগ্ন হয়েছেন তিনি। আগে শহরে নানা বিষয়ে আড্ডা হতো, পরে সেঁওতি পাঠাগারে নিয়মিত আড্ডা দিতে শুরু করি। ব্যক্তিগত হলেও পাঠাগারটি জেলার গুরুত্বপূর্ণ সম্পদ। তার মতো ব্যক্তিকে হারিয়ে আমরা শোকে বিমহিত। তাকে হারিয়ে আমরা আজ জীবন্ত এক লইব্রেরীকে হারালাম। তার শেষ ইচ্ছা অনুসারে তার সেঁওতি সাহিত্য পত্রিকা সবসময় প্রকাশ পাবে।

শেয়ার