Top

মাধবপুরে CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের উদ্বোধন

০২ সেপ্টেম্বর, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
মাধবপুরে CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের উদ্বোধন
মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

৩দিন ব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটবেজ তৈরী ও ইউনিক আইডির প্রস্ততের যাবতীয় নিয়ম ও নির্দেশনা প্রদান করা হবে।

ইউনিক আইডি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের জাতীয় ভাবে পরিচয় বহন করবে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সব শিক্ষার্থীকে ধাপে ধাপে ইউনিক আইডি প্রদান করা হবে। প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষককে ১দিন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হেসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, একাডেমিক সুপার ভাইজার রোখসানা পারভীন।

শেয়ার