Top

চট্টগ্রাম কাস্টমস হাউস : তিন সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

০৭ সেপ্টেম্বর, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
চট্টগ্রাম কাস্টমস হাউস : তিন সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

লাইসেন্স নবায়নের সময় ভুয়া সার্টিফিকেট দাখিল করায় তিন সিএন্ডএফ এজেন্টসের লাইসেন্স বাতিল করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। একই সাথে প্রতিষ্ঠানগুলোকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স বি লাইন বাংলাদেশ, মেসার্স শরীফ এন্ড সন্স এবং মেসার্স জোবায়ের ট্রেডিং কর্পোরেশন। এর আগেও এই তিনটি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করেছিল চট্টগ্রাম কাস্টমস।

কাস্টমস এজেন্টস (লাইসেন্সিং) বিধিমালা ২০১৬ অনুযায়ী সিএন্ডএফ লাইসেন্সধারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অথচ ওই তিন সিএন্ডএফ এজেন্টস‘র লাইসেন্সধারীরা নবায়নের সময় ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল করেছিলেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার সুলতান মাহমুদ বলেন, লাইসেন্স নবায়নের সময় লাইসেন্সধারী সিএন্ডএফ মালিকেরা যে শিক্ষাগত যোগ্যতার সনদ প্রদান করেন তা যাচাই করা হয়। তিন সিএন্ডএফ এজেন্টের লাইসেন্সধারীদের দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদ সঠিক না পাওয়ায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সাথে মিথ্যা তথ্য দেওয়ায় তাদের দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

শেয়ার