Top

মাগুরায় ভোয়া ডাক্তার গ্রেপ্তার, ১ বছরের জেল

০২ নভেম্বর, ২০২১ ২:৪৪ অপরাহ্ণ
মাগুরায় ভোয়া ডাক্তার গ্রেপ্তার, ১ বছরের জেল
মাগুরা প্রতিনিধি :

মাগুরা শহরের সদর হাসপাতাল এলাকায় পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল থেকে আল্ট্রাসনোগ্রাফি করার সময় ভুয়া ডাক্তার মো. মোতাহার হোসেন আলী (৩৬ ) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেপ্তার করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার মো. ইয়াসিন কবীর। অভিযুক্ত ভুয়া ডাক্তার যশোর জেলার ঘোপরোড এলাকার খোরশেদ আলী ছেলে।

সোমবর (১ নভেম্বর) বিকেলে শহেরর পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল থেকে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মাগুরার সিভিল সার্জন ডাক্তার মো: শহিদুল্লাহ দেওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখতে পাই অভিযুক্তি মোতাহার হোসেন আলট্রাসনোগ্রাফি করছেন। মেডিকেল বিষয়ক নানা ধরনের প্রশ্ন করতে থাকি তখন অভিযুক্ত মোতাহার হোসেন সঠিক উত্তর দিতে পারেন নি। তার কথাবার্তায় সন্দেহ দেখা দিলে তিনি দাবি করেন বরিশাল মেডিক্যাল কলেজ থেকে পাশ করেছেন। পরে তার কাগজপত্র দেখাতে বললে তিনি বৈধ বিএমডিসি সার্টিফিকেটসহ সঠিক কোন কাগজপত্র দেখাতে পারেন নি । অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হবার পরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন কবীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলা হাজতে প্রেরণ করেন।

শেয়ার