Top

হাজীগঞ্জে গভীর রাতে ঘরের সদস্যদের  অচেতন করে ডাকাতি

০৪ নভেম্বর, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
হাজীগঞ্জে গভীর রাতে ঘরের সদস্যদের  অচেতন করে ডাকাতি
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে তিন ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের  ১০ সদস্যকে জনকে অচেতন করে ১০ ভরি স্বর্ণ ও  নগদ সোয়া ৩ লাখ টাকা নিয়ে যায় সঙ্গবদ্ধ ডাকাতের দল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাত ২ টা গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাচৈ পাটওয়ারী বাড়িতে ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সংঘবদ্ধ চোরের  দল একই সময়ে ওই বাড়ির তিন ঘরে প্রবেশ করে ঘরের মালিক ও পরিবারের সদস্যদের ঘুমন্তবস্থায় স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে। এতে তিন পরিবারের অন্তত ১০ জন অজ্ঞান হয়ে যায়।
অজ্ঞান হওয়া ব্যক্তিরা হলেন, মৃত আবু তাহের পাটওয়ারীর ছেলে মো. সবুজ পাটওয়ারী, তার স্ত্রী সাইফুন নেছা, মেয়ে ফিরোজা আক্তার বিথী, কানিজ ফাতেমা, ছেলে সাইফুল ইসলাম, রুদ্র, মহিউদ্দিন পাটওয়ারী, তার স্ত্রী তাজনুর মেয়ে মানহা, মুনতাহার ও আব্বাস উদ্দিন মজুমদার। অচেতন ব্যক্তিদের মধ্য ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওই সময় চোরের দল মহিউদ্দিন পাটওয়ারীর বসতঘরের আলমিরা থেকে ৫ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা, সবুজ পাটওয়ারীর আলমিরার তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকা এবং আব্বাস মজুমদারের আলমিরা থেকে নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
আহত সবুজ পাটওয়ারী বলেন, বুধবার রাত ২ টার সময় দেখতে পাই আমার পরিবারের সবাই অচেতনবস্থা পড়ে আছে। এর কিছুক্ষণ পরেই আমি নিজেও অচেতন হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই তিন পরিবারের ১০ জন অচেতন হয়ে পড়ে আছে। পরে পুলিশ এসে অচেতন সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করায়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে আমরা অচেতন অবস্থায় কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
শেয়ার