Top

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু

০৯ নভেম্বর, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
শেরপুরে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু
শেরপুর প্রতিনিধি :

শেরপুর শ্রীবরর্দী উপজেলার বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের অধীনস্থ মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে শেরপুর বন বিভাগ।

৯ নভেম্বর (মঙ্গলবার) ভোরের দিকে ওই মৃত হাতি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের ধারণা সবজির বাগান রক্ষায় বাগানের চারদিকের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে হাতিটি মারা যেতে পারে। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫/৩০ বছর হতে পারে।

জানা গেছে, কয়েকদিন ধরেই সীমান্তে ব্যাপক হাতির উপদ্রপ বেড়েছে। হাতিটি রাত তিনটার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিল বলে এলাকাবাসি জানিয়েছে।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, শ্রীবরদী উপজেলার বিভিন্ন এলাকায় জঙ্গল নষ্ট করে অবৈধভাবে সবজিসহ নানা ফসলের আবাদ করেছে দখলদাররা।

বাধা দেয়া হলে বন কর্মকর্তাদের নানাভাবে হুমকি দেয়া হয়। জিআই তারের বেড়া তুলে নিতে তাদের বারবার নির্দেশ দেয়া হলেও তা মানা হচ্ছে না। এ কারণেও ওই সবজিবাগানে হাতিটির মৃত্যু হতে পারে।

এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, হাতিটির ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটার মৃত্যু রহস্য উদঘাটন হবে।

শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার