Top
সর্বশেষ

১৯১ রানে থামলো অস্ট্রেলিয়ার ইনিংস

১৮ ডিসেম্বর, ২০২০ ৭:০৬ অপরাহ্ণ
১৯১ রানে থামলো অস্ট্রেলিয়ার ইনিংস
স্পোর্টস ডেস্ক :

প্রথম ইনিংস শেষে একটা ধন্যবাদ পেতেই পারেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পাইন। তার হাফসেঞ্চুরির কল্যানেই অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া রান ব্যবধান কিছুটা কমাতে পারল। তবে অধিনায়ক টিম পাইনের ৭৩ এবং ওয়ানডাউন ব্যাটসম্যান মার্নাস লাবুসানের ৪৭ রানের পরও অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে গেল ১৯১ রানে। ভারতের ২৪৪ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৯১ রান। প্রথম ইনিংসে ৫৩ রানের বেশ কার্যকর একটা লিড পেল ভারত।

অ্যাডিলেডের গোলাপি বলে দিনরাতের টেস্টে প্রথম দুদিন চলেছে বোলারদের দাপট। দ্বিতীয় দিনের শুরুতেই ভারত লেজের সারির ব্যাটসম্যানদের হারিয়ে দ্রুতই গুটিয়ে যায়। কিন্তু ভারতীয় বোলাররা জবাবটা দারুণ দিলেন। জাসপ্রিত বুমরা তার ওপেনিং স্পেলেই অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে বিদায় করেন।

স্পিনার বরিচন্দ্র অশ্বিন তুলে নিলেন স্টিভেন স্মিথকে। ভারতের স্পিন ও পেসের সম্মিলিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৭৯ রানে ৫ উইকেট হারানো দলের ব্যাটিংয়ের হাল ধরে অধিনায়ক টিম পাইন। পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। পুরোদুস্তর ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে টিম পাইন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সন্মানের জায়গায় পৌছে দেন। কিন্তু তা সত্ত্বেও ভারত ৫৩ রানের লিড নেয়।

অশ্বিন ৫৫ রানে ৪ উইকেট এবং উমেশ যাদপ ৪০ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার।

দ্বিতীয়দিনের শেষ সেশনে এই রিপোর্ট লেখার সময় ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৭ রান। ওপেনার পৃথ্বী শ’ প্রথম ইনিংসে শূন্য রানে বিদায়ের পর দ্বিতীয় দফায় ফিরলেন মাত্র ৪ রান করে। পেসার প্যাট কামিন্সের বলে পৃথ্বী শ’র স্ট্যাম্প উড়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: প্রথম ইনিংস ২৪৪।

অস্ট্রেলিয়া: প্রথম ইনিংস: ১৯১।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার