Top
সর্বশেষ

চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা

১৮ ডিসেম্বর, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ
চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা
স্পোর্টস ডেস্ক :

স্নায়ুক্ষয়ী লড়াইয়ে চ্যাম্পিয়ন হলো জেমকন খুলনা। শুক্রবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে তারা। খুলনার দেয়া ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫০ রান করে চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায়। চতুর্থ শুভাগত হোমের বলে বোল্ড হন সৌম্য সরকার। ১০ বলে ১২ রান করেন তিনি। পঞ্চম ওভারে আল-আমিন হোসেনের বলে এলবিডব্লিউ হন মোহাম্মদ মিথুন। ৫ বলে ৭ রান করেন দলীয় অধিনায়ক। নবম ওভারে দলীয় ৫১ রানে রান আউট হন লিটন দাস। ২৩ বলে ২৩ রান করেন এই ওপেনার।

এরপর ৪৫ রানের জুটি গড়েন শামসুর রহমান ও সৈকত আলী। দলীয় ৯৬ রানে লং অনে শুভাগতর হাতে ক্যাচ হন শামসুর। ২১ বলে ২৩ রান করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে জেমকন খুলনা। দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭০ রান করে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে নাহিদুল ইসলাম ২টি, শরিফুল ইসলাম ২টি, মোসাদ্দেক হোসেন ১টি ও মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট শিকার করেন।

ইনিংসের প্রথম বলেই ফিরেন জহুরুল ইসলাম। নাহিদুলের বল উড়িয়ে মারতে গিয়ে মিড-অফে মোসাদ্দেকের হাতে ক্যাচ হয়েন তিনি। তৃতীয় ওভারে ইমরুলও নাহিদুলের শিকার হয়েছেন। লং অফে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন তিনি। ৮ বলে ৮ রান করেন ইমরুল।

জাকির হাসান দারুণ খেলছিলেন। দলীয় ৪৩ রানে মোসাদ্দেকের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ হন তিনি। ২০ বলে ২৫ রান করেন তিনি। পরে ৪০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক। দলীয় ৮৩ রানে শরিফুলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন আরিফুল। ২৩ বল খেলে তিনি করেন ২১ রান।

১৬তম ওভারে লং লেগে মোস্তাফিজের হাতে ক্যাচ হন শুভাগত হোম। ১২ বলে ১৫ রান করেন তিনি। পরে ওভারে রান আউট হন শামীম হোসেন। ১ বল খেলে কোনো রান করতে পারেননি। পরে মাশরাফি নেমে ৬ বলে ৫ রান করে মোস্তাফিজের শিকার হন। শেষ দিকে রিয়াদ ঝোড়ো ব্যাটিং করে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার