Top

চুয়াডাঙ্গায় তপু হত্যা: আসামি আকাশের আত্মসমর্পণ

১১ নভেম্বর, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় তপু হত্যা: আসামি আকাশের আত্মসমর্পণ

চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রকাশ্যে স্কুলছাত্র মাহাবুবুর রহমান তপু (১৮) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এমদাদুল হক আকাশ (২৫) আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে অন্য আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আকাশের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মানিক চন্দ্র দাস জামিন আবেদন নাকচ করে আকাশকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আকাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার ইউসুফের ছেলে।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক এ.কে.এম. জাহাঙ্গীর কবীর বলেন, বৃহস্পতিবার দুপুরে আকাশ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, আজ দুপুরে স্কুলছাত্র মাহাবুবুর রহমান তপুর হত্যা মামলার অন্যতম আসামি আকাশ আদালতে আত্মসমর্পণ করেছেন। আমরা ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রোববার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামি অ্যাকাডেমি বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এসএসসি পরিক্ষার্থী মাহবুবুর রহমান তপুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে তপুর ভাই মাসুদুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাতজনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরদিন অভিযান চালিয়ে সুমন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আকাশ আদালতে আত্মসমর্পণ করেন।

শেয়ার