নেইমার জুনিয়র নিজেকে সৌভাগ্যবান মনে করতেই পারেন। এমন আচরণের পরও যে তাকে শাস্তি পেতে হয়নি। ঘটনাটি শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের। এই ম্যাচে জিতে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। ঘরের মাঠে জয় পেয়েছে ১-০ গোলে।
ম্যাচের ৯ম মিনিটের সময়ই রেফারি রবার্তো তোবারের দিকে ধেয়ে আসেন নেইমার জুনিয়র। কিন্তু কেন? সেলেসাও তারকা বিরক্ত ছিলেন শুরুর দিকে কলম্বিয়ার ফুটবলারদের শারীর নির্ভর ফুটবলে।
এরপরই ক্ষিপ্ত হয়ে রেফারির দিকে ধেয়ে যান নেইমার। রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। তাকে অবশ্য তখন কোনো কার্ড দেখাননি রেফারি তোবার। তবে পরে ঠিকই কার্ড দেখছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচে নিজে কোনো গোল করতে পারেননি নেইমার। তবে তার সহায়তায়ই গোল করেন লুকাস পাকোয়েতা। তাতে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখে ব্রাজিল। নিশ্চিত করে কাতার বিশ্বকাপও।