Top

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু

১২ নভেম্বর, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে বাসের ধাক্কায় ৪ জনের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামর নাগেশ্বরীতে ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় অটোরিকশায় থাকা যাত্রীর মধ্যে একই পরিবারর তিনজনসহ চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ১১ নভেম্বর রাত আটটার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের রায়গঞ্জ আলেপের তেপথি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার,পশ্চিম রায়গঞ্জ এলাকার শহিদুল ইসলাম,তার শিশু কন্যা সুমাইয়া ও শহিদুল ইসলামের মা সুফিয়া বেগম। হাসপাতালে আশঙ্কাজনক শহিদুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম।
ঘাতক কোচ ও চালককে আটক করেছে পুলিশ।

এসময় স্থানীয়রা সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। পরে নাগেশ্বরী থানার ওসি নবীউল হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের টুলেনে উন্নতিকরণের কাজ চলছে। সেখানে সড়কের দুপাশে মাটি উঁচু করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর কারণে ভূরুঙ্গামারী থেকে আসা রিজভী পরিবহন নামের নৈশকোচ ও নাগশ্বরী দিকে থেকে যাওয়া অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া এবং সুফিয়া বেগম নামে এক নারী মারা যান। আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাবার পথে শহিদুল ইসলাম এবং অটোচালক জলিল সরকারের মৃত্যু হয়।

নাগশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীউল হাসান ৪জনের মৃত্যু ঘটনা নিশ্চিত করে বলেন, চালকসহ বাসটিকে আটক করা হয়েছে।

শেয়ার