Top
সর্বশেষ

৩৬ রানে অলআউট, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ভারতের

১৯ ডিসেম্বর, ২০২০ ১:০০ অপরাহ্ণ
৩৬ রানে অলআউট, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ভারতের
স্পোর্টস ডেস্ক :

অ্যডিলেডে গোলাপি বলের লড়াইয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে ভারতীয় পেসাররাও। উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহরা অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে দেয়। প্রথম ইনিংসে ২৪৪ রান তোলা কোহলিদের টেস্টের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে রীতিমতো পাড়ার দল বানিয়ে ছাড়লেন অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিনস ও জশ হ্যাজলউড।

টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে শেষ গুটিয়ে গেছে ভারতের দ্বিতীয় ইনিংস। অ্যাডিলেড টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে, ম্যাচ জিততে তাদের প্রয়োজন মাত্র ৯০ রান।

প্রথম ইনিংসে ২৪৪ রান করার সুবাদে ৫৩ রানের লিড পায় ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলাই করল অস্ট্রেলিয়ার পেসাররা। দ্বিতীয় দিন শেষে ৯ রান তুলতেই ১ উইকেট হারিয়েছিল ভারত। শনিবার তৃতীয় দিনে ভারতকে অলআউট করতে দেড় ঘণ্টাও নেয়নি অস্ট্রেলিয়া। কামিন্স ও হ্যাজলউডের নিখুঁত লাইন-লেন্থের সামনে দাঁড়াতেই পারেনি পুজারা, কোহলিরা।

হাতে ব্যথা পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ শামি। ফলে কার্যত তাদের ১০ উইকেটের পতন ঘটেনি। তবে ৩৬ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস। যা কি না টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ এবং চলতি দশকে এর চেয়ে কম রানে থামেনি আর কোনও দলের ইনিংস।

প্রতিপক্ষকে ৩৬ রানে গুটিয়ে দেয়ার পথে সবচেয়ে বড় আঘাতটা হেনেছেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার হ্যাজলউড। মাত্র ৪ রানে তিনি পূরণ করেন ক্যারিয়ারের অষ্টম ফাইফার। শেষ পর্যন্ত হ্যাজেলউড ৫ ওভারে তিনটি মেইডেনে ৮ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। আর কামিন্স ১০ দশমিক ২ ওভারে ৪ মেইডেনে ২১ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। কামিন্সের বলে শামি হাতে ব্যথা পেয়ে উঠে গেলে পাঁচ উইকেট নেওয়া হয়নি এই পেসারের।

ভারতের হয়ে সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে, ৮ রান করেন হানুমা বিহারি। রানের খাতা খোলার আগেই থেমেছেন তিনজন। টেস্ট ক্রিকেটে দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কে যেতে না পারার মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

এটি টেস্ট ক্রিকেটের যৌথভাবে ৫ম সর্বনিম্ন স্কোর। আর ভারতের ইতিহাসের সর্বনিম্ন স্কোর।

টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ

১. নিউজিল্যান্ড ২৬/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫৫)
২. দক্ষিণ আফ্রিকা ৩০/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৬)
৩. দক্ষিণ আফ্রিকা ৩০/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯২৪)
৪. দক্ষিণ আফ্রিকা ৩৫/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৯)
৫. দক্ষিণ আফ্রিকা ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৩২)
৬. ভারত ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)
টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ

১. ভারত ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)
২. ভারত ৪২/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৪)
৩. ভারত ৫৮/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৪৭)
৪. ভারত ৫৮/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫২)
৫. ভারত ৬৬/১০ – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১৯৯৬)

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার