Top
সর্বশেষ

ডিএসইউএস-এনএনও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩ নভেম্বর, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
ডিএসইউএস-এনএনও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশনের (ডিএসইউএস)-এর সাথে ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াড (এনএনও)-র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) এক স্মারক-স্বাক্ষর অনুষ্ঠানে এনএনও-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা লাব্বী আহসান। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির বোর্ড অব ডিরেক্টর্সের সদস্য ইয়াসমিন দোলন বিনতি, সাফকাত জহির ও ফাহিম মুনতাসির।

অন্যদিকে, ডি স্মার্ট গ্রুপের পক্ষ থেকে এই এমওইউ সাইনিং (MOU Signing) অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মোঃ মনসুর আলম মুন্না, ফাউন্ডার ও সিইও মোঃ মাইনুল হাসান দুলন এবং সিওও মোহাম্মদ রায়হান ভুঁইয়া।

রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় এনএনও এবং ডি স্মার্ট গ্রুপের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

‘ডি স্মার্ট ইউনিফর্ম সলিউশন’ মূলত সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম কেনার প্রক্রিয়া আরও সাশ্রয়ী ও ক্ষেত্রবিশেষে বিনামূল্যে করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো শিক্ষা উপকরণের জন্য কোনো শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে। এই কাজে এখন থেকে প্রতিষ্ঠানটির ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করবে এনএনও।

শেয়ার