Top
সর্বশেষ

সরকার পতনের ঘণ্টা বাজছে: রিজভী

১৪ নভেম্বর, ২০২১ ৩:০৬ অপরাহ্ণ
সরকার পতনের ঘণ্টা বাজছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে কখনও কোনো স্বৈরশাসক বেশিদিন টেকেনি। আপনার (শেখ হাসিনা) সরকার পতনের ঘণ্টা চারিদিকে বাজছে।

প্রধানমন্ত্রী শেখা হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি জোর করে বন্দি করে রেখেছেন। দেশনেত্রীকে তিলে তিলে শেষ করার এক গভীর ষড়যন্ত্র মেতে আছেন শেখ হাসিনা। গতকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এটা কি গভীর ষড়যন্ত্রের অংশ? দেশনেত্রীকে আপনি তিলে তিলে নিঃশ্বাস করতে চান?

রোববার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানের মুক্তি দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের একটি সার্কুলারে দেখলাম স্কুল এবং প্রাইমারি স্কুলে যারা ভর্তি হবে তাদের শপথ নিতে হবে শেখ রাসেলের নামে, বঙ্গবন্ধুর নামে, আমরা পঁচাত্তরের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনার পরিবর্তে একটি রাজনৈতিক দলে বিশ্বাস করে, তাদের নামে আমাদের কোমলমতি ছাত্র শপথ নেবে কেন? শিক্ষা মন্ত্রণালয় সরকারের একটি বিভাগ তারা এরকম সার্কুলার দেবে কেন? এটার উদ্দেশ্যটা কি?

তিনি আরও বলেন, ঢাকা শহরে ৫০টি ক্যাসিনো আছে। এগুলার মালিক ছাত্রলীগ-যুবলীগ। এটা কিসের যন্ত্র? প্রধানমন্ত্রী আপনি বলেন, তারেক রহমান বিদেশে বসে ষড়যন্ত্র করছে। জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি ১৪ বছর ক্ষমতায়।

দলীয় নেতাকর্মীদের মুক্তি চেয়ে রিজভী বলেন, আমরা ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের মুক্তি চাই। এ মুহূর্তে আপনাদের শপথ নিতে হবে, শেখ হাসিনার নীল নকশা ব্যর্থ করে দিতে হলে আমাদের রাজপথে স্থায়ীভাবে থাকতে হবে।

শেয়ার