Top

জাভেদ হাকিমের কবিতা ‘পাষণ্ড’

১৫ নভেম্বর, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
জাভেদ হাকিমের কবিতা ‘পাষণ্ড’

পাষণ্ড
মুহাম্মদ জাভেদ হাকীম

আজিমপুরে দেয়াল ধসে-
শিশুর মৃত্যু আমায় কাঁদায় না!

চট্টগ্রামে ড্রেনে পড়ে ছাত্রীর মৃত্যু,
আমায় অবাক করে না।

ট্রাক ভর্তি উলঙ্গ লোহার রডের আঘাতে,
শান্ত বাইকারের মৃত্যু, আমায় বিচলিত করে না!

মহাসড়কে দাপিয়ে চলা ব্যাটারি চালিত রিক্সার গতি-
নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যাত্রীর প্রাণহানি,
আমায় বিস্মিত করে না।

না না না, আজকাল কিছুতেই আমার-
হৃদয়ে কোন দাগ কাটে না।

আমি পাষণ্ড, আমি বর্বর, আমি এক আবেগহীন –
আমায় এরকমটা হতে বাধ্য করেছে,
আমার দেশের জনগণ।

আমি দোষ দিইনা রাষ্ট্রের।

সরকার যতোনা দোষী,
তার চাইতে বড় অপরাধী-
আমরা ভদ্রলোক নামধারী জনগণ।

শেয়ার