Top
সর্বশেষ

১৭ কোটি মানুষের জন্য ট্রফি জিততে চান জামাল

১৫ নভেম্বর, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
১৭ কোটি মানুষের জন্য ট্রফি জিততে চান জামাল
নিজস্ব প্রতিবেদক :

মালদ্বীপকে হারিয়ে চার জাতি টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার পথ অনেকটাই সুগম হয়ে গেছে বাংলাদেশের। মঙ্গলবার আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে ড্র বা জিতলেই ফাইনাল নিশ্চিত। এতে শিরোপা জেতার হাতছানি থাকছে বাংলাদেশের সামনে।

দেশের ১৭ কোটি মানুষের জন্য শ্রীলঙ্কা থেকে ট্রফি ঘরে নিয়ে আসতে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দেন তিনি।

জামাল বলেন, ‘আমরা বিদেশি দল হিসেবে এখানে এসেছি। এখান থেকে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই। দেশের ১৭ কোটি মানুষ আছে যারা আমাদের কাছে আশা করছে। এটা আমাদের জন্য মোটিভেশন। শুধু ট্রফি নয়, যারা আমাদের নিয়ে ভাবছে তাদের জন্য ভালো কিছু করাই সবার লক্ষ্য।’

চার জাতি টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটা আগামীকাল মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই জামালের।

জাতীয় দলের অধিনায়কের কথায়, ‘আমরা জিততে চাই। জানি শ্রীলঙ্কা অ্যাটাকিং ফুটবল খেলবে। ওইখানে একটা সুযোগ আছে। আমরা সে সুযোগটা কাজে লাগাতে চাই।’

মালদ্বীপকে দেড় যুগ পর হারানোয় দলের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ট্রফি জয়ের ক্ষুধাও বেড়েছে মন্তব্য করে জামাল বলেন, ‘মালদ্বীপের জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই টুর্নামেন্টে আমরা যেন কিছু করতে পারি সেই ক্ষুধাটা বাড়িয়ে দিয়েছে।’

সেশেলসের সঙ্গে ড্রয়ের পর দলের মনোবল ভেঙে পড়ে যা মালদ্বীপকে হারিয়ে চাঙা হয়েছে বলে জানান জামাল।

অধিনায়ক যোগ করেন, ‘সেদিন আমরা জিতেছি, সবাই খুশি ছিল। সেশেলস ম্যাচের পরে মন খারাপ ছিল। শেষ মিনিটে গোল হজম করেছি। মালদ্বীপ ম্যাচের পর দলের মানসিকতা একদম বদলে গেছে। আমরা শতভাগ দিতে মাঠে নামব।’

শেয়ার