Top

নোয়াখালীতে ধান কেটে কৃষি অধিদপ্তরের নবান্ন উৎসব পালন

১৬ নভেম্বর, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
নোয়াখালীতে ধান কেটে কৃষি অধিদপ্তরের নবান্ন উৎসব পালন
নোয়াখালী প্রতিনিধি :

‘আজই নবান্ন উৎসবে কৃষকের আনন্দ অবিরাম রবে’ এ স্লোগানে নোয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নবান্ন উৎসব ১৪২৮ বঙ্গাব্দ পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের এনামেরটেক এলাকায় পাকা ধান কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আইউব মাহমুদ, কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. বেলাল হোসেন।

বক্তারা বলেন, নবান্ন উৎসব আমাদের প্রাণের উৎসব। ধান কাটা উপলক্ষে এ সময় গ্রামীণ সমাজে সবার মনে আনন্দের ঢেউ আসে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষি এবং কৃষকের উন্নয়নে খুবই আন্তরিক। কৃষি বিভাগের প্রদত্ত প্রনোদনা যেন কৃষকেরা যথাযথ ভাবে পায় সেজন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান বক্তারা।

শেয়ার