Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

দুবাই ডিজাইন উইকে বাংলাদেশের ‘ইশো’

১৮ নভেম্বর, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
দুবাই ডিজাইন উইকে বাংলাদেশের ‘ইশো’

ডিজাইন ও ক্রিয়েটিভ ফেস্টিভাল দুবাই ডিজাইন উইক ২০২১-এ অংশগ্রহণ করল বাংলাদেশের ট্রেন্ডি ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ইশো। ৮ থেকে ১২ নভেম্বর এই ফেস্টিভালে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানায় প্রতিষ্ঠানটি।

ফেস্টিভালে ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন প্যানেলিস্ট হিসেবে অংশ নেন। ‘ফিউচার অব হোমস’ সেশনে গ্রাহকদের চাহিদা, অভিজ্ঞতা, প্রযুক্তি ও নকশা কিভাবে আবাসিক স্থাপত্য ও অভ্যন্তরীণ রূপান্তর ঘটাচ্ছে সে বিষয়ে কথা বলেন তিনি।

রায়ানা হোসেন তার বক্তব্যে বিভিন্ন আবাসিক স্থানের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রভাব কিভাবে নকশায় ফুটে উঠছে এবং করোনা মহামারি ভোক্তাদের চাহিদা ও প্রয়োজনীয়তায় পরিবর্তন এনেছে, সে বিষয়ে আলোকপাত করেন।

প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে এই ফেস্টিভালে আমন্ত্রণ পাওয়া গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন,’অচিরেই আমরা দেশি উদ্ভাবন ও ডিজাইনভিত্তিক ইভেন্ট আয়োজন করতে সক্ষম হব।’

প্যানেলিস্ট হিসেবে আরও ছিলেন অ্যাপেল ও বিএমডাব্লিউতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আমেরিকান ডিজাইনার রব ম্যাকিনটোশ। এছাড়া বক্তব্য রাখেন, এলিংটন প্রপার্টিজ ডেভেলপমেন্ট এলএলসির গ্রুপ ডিজাইন ডিরেক্টর লরা বিলেকি। মডারেটর ছিলেন আর্কিটেকচারাল ডাইজেস্ট মিডল ইস্টের কন্টেন্ট পরিচালক প্রত্যুষ স্বরূপ। শেষের দু’জনই দুবাই ডিজাইন সপ্তাহের উপদেষ্টা বোর্ডের সদস্য।

আবাসিক নকশার দীর্ঘমেয়াদী ট্রেন্ড কীভাবে মানুষের রুচি, চাহিদা ও সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল তা আলোচনায় উঠে আসে। এছাড়া প্রযুক্তিগত উদ্ভাবন কিভাবে ইন্টেরিয়র ও ডিজাইনের ওপর প্রভাব ফেলছে সে বিষয়েও আলোচনা হয়।

শেয়ার