Top
সর্বশেষ

বেগম জিয়ার চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার: রিজভী

১৯ নভেম্বর, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
বেগম জিয়ার চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি মারাত্মকভাবে অসুস্থ। শুধু তার জীবন নিয়ে নয়, তার চিকিৎসা নিয়েও ছিনিমিনি খেলছে সরকার। আসলে ভয়ঙ্কর, নিষ্ঠুর ও অমানবিক সরকার ছাড়া কেউই এমন করতে পারে না।’

শুক্রবার (১৯ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরে খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেডআরএফের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, প্রকৌশলী মাহবুব আলম প্রমুখ।

শেয়ার