Top

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০ নভেম্বর, ২০২১ ২:০২ অপরাহ্ণ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে শুক্রবার নতুন মিশন শুরু করেছে বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খেয়ে টানা ৬ হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মাহমুদউল্লাহর দল।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ দল। আগের মতোই তিন পেসার ও দুই স্পিনার নিয়ে সাজানো হয়েছে একাদশ।

অন্যদিকে পাকিস্তান একটি পরিবর্তন এনেছে। পেসার হাসান আলীকে বিশ্রাম দিয়ে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করা শাহীন শাহ আফ্রিদিকে।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শোয়েব মালিক।

শেয়ার