Top
সর্বশেষ

নতুন বছরে তাহসান-মিমের ‘হ্যালো বেবি’

২১ ডিসেম্বর, ২০২০ ৫:২৭ অপরাহ্ণ
নতুন বছরে তাহসান-মিমের ‘হ্যালো বেবি’

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। তার সঙ্গে একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার ‘হ্যালো বেবি’ নামে একক একটি নাটকে অভিনয় করলেন এই জুটি। তাদের সঙ্গে রয়েছেন ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকের দৃশ্যধারণের কাজ সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে সম্পন্ন হয়েছে। আগামী ২০২১ সালের শুরুতে নাটকটি প্রচার হবে। ১ জানুয়ারি ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।

নাটকটি প্রসঙ্গে অমি বলেন, ‘হ্যালো বেবি’ নাটকটি দুটি কাপলের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। খুব সিরিয়াস গল্পের নাটক না হলেও হাস্যরসের মাধ্যমে এটি ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার