Top

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ইফাদ মাল্টি প্রোডাক্টস্

০৮ ডিসেম্বর, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ইফাদ মাল্টি প্রোডাক্টস্

মুজিববর্ষ উপলক্ষে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড। বুধবার সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত থেকে এ পুরস্কার প্রদান করেন। এতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ইফাদ মাল্টি প্রোডাক্টসকে এ সম্মাননা দেয়া হয়। পুরস্কার হিসেবে রয়েছে ক্রেষ্ট, মেডেল, সার্টিফিকেট এবং একলাখ টাকার চেক।

অ্যাওয়ার্ড গ্রহণের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের স্বীকৃতি সব সময়ই আনন্দের। এ আনন্দ এবং গর্ব শুধু আমার একার নয়, ইফাদ গ্রুপের সকল কর্মকর্তা, কর্মচারি এবং শ্রমিকের। তিনি বলেন, ইফাদ গ্রুপ সব সময় পণ্যের গুণগতমান বজায়, উন্নত কর্মপরিবেশ এবং পরিবেশবান্ধব কারখানার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: এহছানে এলাহী। এ সময় অন্যান্যের মধ্যে ইফাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, ইফাদ মাল্টিপ্রোডাক্টেসের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ এবং ইফাদ গ্রুপের ডিরেক্টর তাসফিন আহমেদ সহ পুরস্কারের জন্য নির্বাচিত ৩০টি প্রতিষ্ঠান ও কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

শেয়ার