Top
সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

০৯ ডিসেম্বর, ২০২১ ৩:১২ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরীতে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম প্রতিনিধি: :

চট্টগ্রামের বায়েজিদের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে প্রথমে আতুরার ডিপো নাইজেরিয়া এলাকায় দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। এখানে পাশাপাশি ৩টি গোডাউন রয়েছে। পরে সেখান থেকে বাকি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি ৪টি গোডাউনে আগুন লেগে যায়। সেখান থেকে বাকি গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার