Top
সর্বশেষ

তিন দিন পর চট্টগ্রামে নালায় নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার

০৯ ডিসেম্বর, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
তিন দিন পর চট্টগ্রামে নালায় নিখোঁজ সেই শিশুর মরদেহ উদ্ধার
দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর মুরাদপুরের চশমা খালে পড়ে নিখোঁজ শিশু কামালের খোঁজ পেয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের সামনে মির্জাখাল থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রবিউল বিষয়টি নিশ্চিত করেছেন।

তল্লাশিতে কামালের খোঁজ মেলেনি জানিয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, ‘মির্জা খালে লাশ ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। শিশুর লাশ দেখে আমাদের ধারণা হয়েছিল, সেটি কামালের লাশ হতে পারে। আমরা তার বাবা ও একইসঙ্গে খালে ভেসে গিয়েও বেঁচে যাওয়া কামালের বন্ধু রাকিবকে ডেকে আনি। তারা লাশটি কামালের বলে শনাক্ত করে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।’

ঘটনাস্থলে থাকা স্থানীয় শুলকবহর ওয়ার্ডের সহকারী পরিচ্ছন্নতা সুপারভাইজার মো. শাহীন বলেন, ‘স্থানীয় লোকজন প্রথম দেখতে পায়, উপুড় হয়ে একটি লাশ খালে ভাসছে। শুধু পিঠ দেখা যাচ্ছিল। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরাও ঘটনাস্থলে আসি। পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ পচে ফুলে গেছে। ষোলশহরে চশমা খালে যেখানে শিশুটি পড়ে গিয়েছিল, তার থেকে মির্জা খালে যেখানে লাশ পাওয়া গেছে এর দূরত্ব প্রায় দেড় থেকে দুই কিলোমিটার হবে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ড্রেনে শিশু কামাল (১০) নিখোঁজের খবর পেয়ে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার ( ৬ ডিসেম্বর) কামাল ও তার বন্ধু রাকিব খেলনা তুলে আনতে গিয়ে ড্রেনে নামে। পরে পানির স্রোতে কামাল ভেসে গেলেও কোনোরকমে উঠে আসে রাকিব।

শেয়ার