Top
সর্বশেষ

ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে গেল বল, রেফারি দিলেন গোল কিক!

১১ ডিসেম্বর, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে গেল বল, রেফারি দিলেন গোল কিক!

অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিল ইতালীয় ষষ্ঠ বিভাগ লিগ প্রোমোজিওনে।পেনাল্টি থেকে খেলোয়াড় গোল করলেন। ছেঁড়া জাল দিয়ে বল চলে গেল পোস্টের পেছনে। গোল মানলেন না রেফারি। তিনি বাঁশি বাজালেন গোল কিকের!

সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় পেনাল্টি কিক পাওয়া পক্ষের খেলোয়াড়রা। এক পর্যায়ে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এক খেলোয়াড় । তাতে ক্ষুব্ধ হয়ে রেফারি লাল কার্ড তাকে৷

যদিও ভিডিওতে পরে স্পষ্টভাবে দেখা যায় যে, বলটি গোল লাইন পেরিয়ে জালে প্রবেশ করেছিল এবং একটি ছেঁড়া জায়গা দিয়ে বেরিয়ে গিয়েছিল। গত রোববার প্রোমোজিওনে ভিগোলো মার্চেসে ও ফুতুরো ফোর্নোভো মেদেসানোর ম্যাচে এই অদ্ভুতুড়ে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শাস্তি পেয়েছেন ওই রেফারি। তিনি অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তাতে ম‍্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছেন লিগের ক্রীড়া বিচারক। আগামী শুক্রবার ম্যাচটি পুনরায় আয়োজন হবে।

অন্যদিকে শাস্তি পেয়েছেন লাল কার্ড দেখা পিয়েরলুইজি আর্কারি নামের ফুটবলারকেও। কারণ ওই ঘটনায় রেফারিকে হুমকি দিয়েছিলেন তিনি। যে কারণে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আর্কারিকে।

রোফারি জানিয়েছেন, পেনাল্টি কিকে বলটি ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে যাওয়ায় তার ধারণা হয়, শট লক্ষ‍্যে ছিল না। গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেছে। তাই তিনি গোল কিকের বাঁশি বাজান।

ওই ঘটনার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্কারি। দশ জনের দলে পরিণত হয় ভিগোলো। ম্যাচটি ২-১ গোলে হেরে যায় তারা।

শেয়ার