Top
সর্বশেষ

মাদ্রিদ ডার্বিতে ফিরছেন বেনজেমা

১২ ডিসেম্বর, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
মাদ্রিদ ডার্বিতে ফিরছেন বেনজেমা

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ম্যাচে মাঠে নামতে পারেননি করিম বেনজেমা। চোট কাটিয়ে গুরুত্বপুর্ণ ম্যাচের আগেই ফিরছেন তিনি। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে এই ফরোয়ার্ডকে।

মাদ্রিদ ডার্বির আগে সংবাদ সম্মেলনে ভক্ত-সমর্থকদের স্বস্তির সংবাদ দিয়ে আনচেলত্তি বলেন, ‘বেনজেমা তার সতীর্থদের সঙ্গে ভালোভাবে অনুশীলন করেছে এবং সে খেলবে।’

রোববার বাংলাদেশ সময় রাত ২টায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লিগ টেবিলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। দুয়ে থাকা সেভিয়ার পয়েন্ট ৩১, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে চারে।

মর্যাদার ডার্বির পরিসংখ্যান বলছে, ঘরের মাঠে দাপট রিয়ালের। লা লিগায় দুই দলের মুখোমুখি দেখায় রেকর্ড কথা বলছে রিয়ালের হয়েই। এখন পর্যন্ত লিগের ডার্বিতে ৫৪ জয় রিয়ালের, আতলেতিকো জিতেছে ১৫ বার, সমান ১৫ বার ড্রতে শেষ হয়েছে ম্যাচের ভাগ্য।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাজয়ী আতলেতিকোকে হারিয়ে এই পথচলা আরও দীর্ঘ করতে চান আনচেলত্তি, ‘আজ পর্যন্ত আমরা দেখিয়ে আসছি, অন্য সব দলের চেয়ে আমরা ভালো করেছি। এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। তবে ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবনা, অতীত নিয়ে নয়।’

শেয়ার