Top
সর্বশেষ

মাংসের সাথে চর্বি দেওয়ায় কসাইকে কোপালেন কলেজশিক্ষক

১২ ডিসেম্বর, ২০২১ ১:১৩ অপরাহ্ণ
মাংসের সাথে চর্বি দেওয়ায় কসাইকে কোপালেন কলেজশিক্ষক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেওয়ায় কসাই শহীদুল ইসলামকে (৩৩) কুপিয়েছেন হয়রত আলী (৪৪) নামে এক কলেজশিক্ষক। এ ঘটনায় কসাইয়ের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

রোববার (১২ ডিসেম্বর) সকালে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গরুর মাংস কিনতে যান সাপ্টিবাড়ী কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো. হযরত আলী। এ সময় কসাই শহীদুল ইসলাম মাংসে এক টুকরো চর্বি দিয়ে দেন। এটা দেখে দুজনের কথা কাটাকাটি শুরু হয়।

ঘটনার এক পর্যায়ে ওই কলেজশিক্ষক ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় আহত কসাইকে বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

কসাই শহিদুলের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, আমার ভাইয়ের অবস্থা আশস্কাজনক। আদিতমারী থানা পুলিশকে বিষয়টি জানিয়ে থানায় মামলা দায়ের করেছি। এখন আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।

প্রভাষক হযরত আলী বলেন, চর্বি বেশি দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র। তবে তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য নিজেই নিজেকে আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম বলেন, আহত কসাইয়ের পরিবার থানায় অভিযোগ দিয়েছেন।  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার