Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালন

১৫ ডিসেম্বর, ২০২১ ৩:৫২ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

আজ ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস । ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট এর উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিজয় র‌্যালিটি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা থেকে সভায় বক্তব্য রাখেন, সদর থানার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোর্তজা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনসহ অন্যরা।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। আনন্দ র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

শেয়ার