Top
সর্বশেষ

কালুখালিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সভা অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর, ২০২১ ৫:০৬ অপরাহ্ণ
কালুখালিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সভা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর কালুখালিতে নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তজিবুর রহমান, উপজেলা সমাজ সেবক কর্মকর্তা সহ প্রমুখ।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। তিনি আরও বলেন,বর্তমানে ১৬.১ মাস বয়সে মেয়েদের বিবাহের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে যা কি না আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে সমাজকে। তাই মাঠ কর্মীদের কাজ করতে হবে এবং মানুষ কে বুঝতে হবে যাতে ২০ বছরের আগে মেয়েদের বিবাহ না দেওয়া হয়।

এ সময় তিনি আরও বলেন, আগামী ১৮-২৩ ডিসেম্বর ৬ দিনব্যাপী চলবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২১। এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে- ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’।

এ সময় পরিবার পরিকল্পনা কালুখালি শাখার মাঠকর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।

শেয়ার