Top
সর্বশেষ

বেনাপোল ও শাশায় নানা আয়াজনে পালিত বিজয় দিবস

১৬ ডিসেম্বর, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
বেনাপোল ও শাশায় নানা আয়াজনে পালিত বিজয় দিবস
বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল ও শারশা উপজেলায় নানা আয়াজনে পালিত হয়েছে বিজয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুর হয় দিবসটির নানা কর্মসূচী।

বেনাপোল কাগজপুকুর স্মৃতিস্তম্ভে ও শারশা উপজেলা বঙ্গবন্ধু মুরালে পুস্প অর্পন করেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন পৃথক কর্মসূচী পালন করেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিকও রাজনৈতিক ও সাংবাদিকদের সংগঠন বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।

বেনাপোল কাস্টমস হাউসেও নানা আয়োজনের মধ্য বিজয়ের সুবর্ণ জয়ন্তি পালন করছেন। সকালে কাস্টমের বিজয় স্তম্ভ পুস্পস্তবক অর্পন করেন কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া ও যুগ্ন কমিশনার নুসরাত জাহান, ডেপুটি কমিশনার অনুপম চাকমা সহ অন্যান্য
কর্মকর্তারা।

বিজিবির পক্ষ থেকে শারশা কাশিপুর বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধীস্থলে পুস্পস্তবক অর্পন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা। বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার